রাজপথ আওয়ামী লীগের: নাসিম

 

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজপথ আওয়ামী লীগ ও জনগণের। খালেদা জিয়া উসকানি দিয়ে কোনো কিছু করতে পারবেন না। তবে তিনি যেভাবে উসকানি দিয়ে রাজপথে মানুষ নামাতে চাচ্ছেন তা সফল হবে না। গতকাল সোমবার বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে সূত্রাপুর, ওয়ারী ও গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাসিম আরো বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।