স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রকাশ্যে লুটপাট শেষ হওয়ার পর এখন সুড়ঙ্গপথে রাষ্ট্রীয় ব্যাংকের অর্থ লুট করা হচ্ছে। গতকাল সোমবার সকালে ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। তিনি বলেন, হলমার্ক, ডেসটিনির লুটপাটের পর বর্তমান অবৈধ সরকারের সাঙ্গপাঙ্গরা শেয়ারবাজার, পদ্মা সেতু, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুত খাত লুটপাট করে অভিনব উন্নয়নের কথা বলছে। ‘এখন আমরা দেখতে পাচ্ছি, আসলে তারা সুড়ঙ্গ উন্নয়ন করেছে। একের পর এক সুড়ঙ্গ তৈরি করে সরকারি ব্যাংকের ভল্ট ভেঙে কোটি কোটি টাকা বের করে নিচ্ছে দুর্বৃত্তরা। এর কারণ সরকার রাষ্ট্র চালাতে অন্যায় ও বেআইনি পন্থাকেই অনুসরণ করেছে।’ সরকার বিএনপির কেন্দ্রীয় নেতাদের হয়রানি করার জন্য জামিন বাতিলের আবেদন করেছে বলে অভিযোগ করেন রিজভী। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, নিজেই সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচনের পথে মস্ত বড় বাধা।