ইরাকে মিনিবাস বিস্ফোরণে নিহত ৪২

 

মাথাভাঙ্গা মনিটর: বিস্ফোরক ভর্তি মিনিবাস বিস্ফোরণে ইরাকে ৪২ ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে বলা হয়, দক্ষিণ ইরাকের একটি নিরাপত্তা নজরদারি ফাঁড়িতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে গত রোববার রাতে। বিস্ফোরণে অন্তত ৪২ ব্যক্তি নিহত ও ১৫৭ জন আহত হয়। রাজধানী বাগদাদের ১০০ কিলোমিটার দক্ষিণে শিয়া প্রধান হিল্লা শহরের প্রবেশ পথে ওই ঘটনা ঘটে। একটি মিনিবাসে বিস্ফোরক ভর্তি করে নিয়ে যায় সন্ত্রাসীরা। কর্মকর্তারা বলেন, দুর্ঘটনাস্থলের আশপাশে অবস্থানরত কমপক্ষে ৫০টি গাড়িতে আগুন লেগে যায়। তবে হামলার দায় কেউ স্বীকার করেনি। স্মরণযোগ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে সহিংসতা প্রকট আকার ধারণ করেছে। এর প্রধান কারণ সুন্নি আরব সংখ্যালঘুদের ব্যাপক অসন্তোষ এবং প্রতিবেশী দেশ সিরিয়ায় গৃহযুদ্ধ।