ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের বাজারপাড়ায় দু সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের বাজারপাড়ার মৃত. মকবুল হোসেনের ছেলে দিনমুজুর রবিউল ইসলাম (৪০) সবার অজান্তে বাড়ির পাশে একটি মেহগনি গাছের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ভোর সাড়ে ৪টার দিকে তার স্ত্রী তাকে পাশে না পেয়ে খোঁজাখুজির এক পযার্য়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীরা ছুটে এসে লাশ উদ্বার করে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেন। গতকাল বেলা ২টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন হয়।