গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের মাদক ব্যবসায়ী জনি মিয়াকে (৩০) ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গাংনী থানার এসআই ফারুকুল ইসলাম তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। সে ওই গ্রামের মঙ্গল হোসেনের ছেলে।
এসআই ফারুকুল ইসলাম জানিয়েছেন, জনি মিয়া বেশ কিছুদিন থেকে মাদকব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। কেনাবেচার সময় হাতেনাতে জনিকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।