মহেশপুর অফিস: মহেশপুর থানা পুলিশ গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, উপজেলার বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পোড়ানে, পুলিশের ওপর হামলা, আ.লীগ অফিসে আগুন, স্বাধীনতা ভাষ্কর্য ভাঙচুর, মুক্তিযোদ্ধা আফিসে আগুন, ব্যালটবাক্স ছিনতাই ও বিভিন্ন নাশকতা মামলার আসামিদের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নাটিমা ইউনিয়নের সভাপতি ওলি মোহাম্মদের ছেলে পারভেজ হোসেন (২২) ও আছের উদ্দীনের ছেলে সাইদুর রহমান মিলন (৩৫), সামন্তা গ্রামের আয়ুব হোসেনের ছেলে মিন্টু (২০), ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাড়াতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সেলিম রেজা (৪৬) এবং শাহবাজপুর গ্রামের শাহজান আলী ছেলে অলিয়ার রহমানকে (৪৮) গ্রেফতার করে ঝিনাইদহ জেলহাজতে প্রেরণ করেছে।