মাথাভাঙ্গা মনিটর: পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিকে বাংলাদেশে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছিলো দু দল। এ দু দলের লড়াই সবসময় জমজমাট হয় তা পরিসংখ্যানই বলে দেয়। টি-টোয়েন্টি ফরম্যাটে আট বারের দেখায় সমান সংখ্যক চার বার করে জিতেছে দু দল।