ইরাকের হিলায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

মাথাভাঙ্গ মনিটর: ইরাকের দক্ষিণাঞ্চলীয় হিলা শহরে বিস্ফোরক ভর্তি মিনিবাস নিয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় অন্তত ৩২ জন নিহত এবং ১৪৭ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতালসূত্র গতকাল রোববার বলেছে, শিয়া শহরটির উত্তরাঞ্চলীয় প্রবেশপথের একটি প্রধান তল্লাশিকেন্দ্রে এ হামলা হয়। এতে যাত্রীসহ অন্তত ৫০টি গাড়িতে আগুন ধরে যায়। তল্লাশিকেন্দ্রের অংশবিশেষও ধ্বংস হয়। হামলার পেছনে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিন্তু আত্মঘাতী বোমা হামলা আল-কায়েদা সংশ্লিষ্ট গ্রুপগুলোই চালিয়ে থাকে।