মাথাভাঙ্গ মনিটর: ভারতের ২৪ পরগনার বসিরহাটে ৪৫ কেজি সোনাসহ একজনকে আটক করেছে কেন্দ্রীয় শুল্ক দফতরের গোয়েন্দা বিভাগ। আটক বারিন বিশ্বাস একজন গরু ব্যবসায়ী। তিনি বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে কেন্দ্রীয় শুল্ক দফতরের গোয়েন্দা বিভাগ বারিন বিশ্বাসের ওপর নজর রাখে। গত শনিবার রাতে ৪৫ কেজি সোনা নিয়ে সে কোলকাতায় ঢোকার ঠিক আগ মুহূর্তে তাকে আটক করে। গোয়েন্দা বিভাগ জানায়, সীমান্তবর্তী এলাকায় সোনা ও গরু পাচারকারী চক্রের অন্যতম সদস্য বারিন বিশ্বাস। সে দীর্ঘ দিন ধরেই এ অসাধু ব্যবসার সাথে যুক্ত। গরু ব্যবসার আড়ালে সে অবৈধভাবে সোনা পাচারের সাথে জড়িত।