বিমান নিখোঁজের ঘটনা তদন্ত করবে এফবিআই

মাথাভাঙ্গ মনিটর: মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী হিসহামুদ্দিন হুসেইন প্রাথমিকভাবে দাবি করেছিলেন, নিখোঁজ উড়োজাহাজে থাকা যাত্রীদের মধ্যে অন্তত চারটি নাম সন্দেহজনক। যাত্রীদের মধ্যে দুজনকে বেশি সন্দেহ করা হচ্ছে। এদিকে উড়োজাহাজ নিখোঁজের ঘটনা তদন্তে এফবিআইয়ের একটি দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার আগে ফেরার চেষ্টা করেছিলো। রাডার সঙ্কেতে এমন আভাস পাওয়ার দাবি করেছেন মালয়েশিয়ার কর্মকর্তারা। মালয়েশিয়ার বিমানবাহিনীর প্রধান রোদজালি দাউদের বরাত দিয়ে আজ রোববার একটি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তদন্তের ক্ষেত্রে এখন রেকর্ড করা রাডার সঙ্কেতের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। রাডার সঙ্কেত বিশ্লেষণ বলছে, উড়োজাহাজটি ফ্লাইটপথে ফিরে আসার সম্ভাবনা আছে।