মাথাভাঙ্গা মনিটর: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট মার্শাল মোহাম্মদ কাসিম ফাহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন বলে একটি সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মার্শাল মোহাম্মদ কাসিম ফাহিম দেশটিতে পশ্চিমাপন্থি শান্তিবাদী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আফগান সরকার। মার্শাল ফাহিম ছিলেন সংখ্যালঘু তাজিক সম্প্রদায়ের নেতা। তিনি ২০০৯ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।