আলমডাঙ্গার মুন্সিগঞ্জ একাডেমীর ১৯৬৯ এসএসসি ব্যাচের পুনর্মিলনী

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ একাডেমীর এসএসসি ১৯৬৯ সালের ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকঢোল পিটিয়ে বাজারে র‌্যালি নিয়ে বাজার প্রদক্ষিণ শেষে উন্মুক্ত আলোচনা ও প্রিতিভোজ স্মৃতিচারণসহ স্কুল প্রাঙ্গণে বসেছিলো স্কুল জীবনের বন্ধুদের নিয়ে মিলনমেলা।

জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ বাজারের বুদো মিয়ার গোডাউনমাঠে মুন্সিগঞ্জ একাডেমীর ২৬তম ব্যাচের ফ্রেন্ডস ইউনিয়নের ১৯৬৪ থেকে ১৯৬৯ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনীর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই মৃত শিক্ষক ও সদস্যদের স্বরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি র‌্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন প্রফেসার সাহাবুল, জহুরুল, ওহাব উকিল, মনি খন্দকার (মুক্তিযোদ্ধা), শুকুর মাস্টার, আবু সামা জোয়ার্দ্দার, হাজি নুরুজ্জামানসহ স্কুলের প্রাক্তন ৯০ জন ছাত্র। গেঞ্জি প্রদান করেন মঈন উদ্দিন। পরিচালনা করেন ডা. বাবুল হোসেন, শ্যাম সুন্দর আগরওয়ালা, আব্দুর শুকুর মাস্টার, রবি, রঞ্জিত সরকার প্রমুখ।