স্টাফ রিপোর্টার: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণের আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভিসি ড. ওবাইদুল ইসলাম জোয়ার্দ্দার।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হরিবুলা সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসিমা জোয়ার্দ্দার ও শস্য সংরক্ষণ বিশেষজ্ঞ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান। উপস্থাপনায় বীজ প্রত্যয়ন এজেন্সির ফিল্ড অফিসার শ্যামল কুমার বিশ্বাস। কৃষি প্রযুক্তি মেলায় ২০টি স্টল অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘২০৩০ সাল নাগাদ দেশে লোকসংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৩০ কোটিতে। এ অতিরিক্ত জনসংখ্যার খাদ্য মোকাবেলার জন্য কৃষকদের আধুনিক চাষাবাদ প্রযুক্তি গ্রহণ করতে হবে। তবেই, এ কৃষি মেলার সার্থকতা।’ কৃষি প্রযুক্তি মেলায় আরো বক্তব্য রাখেন, কৃষক হাজেরা বেগম ও বায়েজিদ রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াকুব আলী জোয়ার্দ্দার।