জীবননগর ব্যুরো: মহাসড়ক থেকে অবৈধযান আলমসাধু, নসিমন ও করিমন নিষিদ্ধকরণে হাইকোর্টের আদেশ বাতিলের দাবিতে গতকাল শনিবার জীবননগরে দেড় সহস্রাধিক আলমসাধু ও নসিমন-করিমনচালক বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা ইউএনও’র নিকট স্মারকলিপি পেশ করে।
বেলা ১১টার দিকে অবৈধযান চালকরা শহরের হাসপাতাল সড়কে অবস্থান গ্রহণ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে যান এবং ইউএনও সাজেদুর রহমানের হাতে হাইকোর্টের আদেশ অবিলম্বে বাতিলের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি পেশ শেষে আব্দুস সালাম ইসা, অবৈধযানচালকের নেতা আলিহীম ও আজিবার রহমানের নেতৃত্বে শহরের হাইকোর্টের আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বিক্ষুব্ধ করিমনচালক আলিহীন বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে করিমন কিনে সংসার চালাচ্ছি। ছেলে-মেয়ে লেখাপড়া করছে। হাইকোর্টের এ আদেশের ফলে গত কয়েকদিন ধরে তারা গাড়ি চালাতে না পেরে দুঃসহভাবে জীবনযাপন করছেন। ঋণের কিস্তি দিতে পারছেন না। গাড়ি চালাতে না পারলে নসিমন, করিমন-আলসাধুচালকদের ঘাড়ে ঋণের বোঝা চেপে বসবে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।