মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশি এক যুবতীর অর্ধনগ্ন ছবি নিয়ে তোলপাড় চারদিকে। শুধু যুক্তরাষ্ট্র নয়, সারাবিশ্বে তাকে নিয়ে আলোচনা, সমালোচনা। মার্কিন একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের মডেল হয়ে তিনি এমন বিতর্ক উস্কে দিয়েছেন। এ যুবতীর জন্ম ঢাকায় একটি মুসলিম পরিবারে। মাত্র চার বছর বয়স থেকেই তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। পাল্টে ফেলেছেন নাম। বর্তমানে তিনি ম্যাকস নামে পরিচিত। ক্যালিফোর্নিয়ার ‘আমেরিকান অ্যাপারেলস’ নামের একটি প্রতিষ্ঠানের তিনি একজন মার্কেন্ডাইজার হিসেবে কাজ করছেন। সম্প্রতি আমেরিকান অ্যাপারেলসের হয়ে তিনি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তাতে ম্যাকস তার শরীরের ওপরের অংশ একেবারে অনাবৃত করেছেন। সেই উন্মুক্ত বক্ষের ওপর দিয়ে ইংরেজিতে লেখা হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’। বলা হয়েছে, এটি তার পরনে থাকা জিন্সের বিজ্ঞাপন। কিন্তু জিন্সের বিজ্ঞাপন হলে ‘মেড ইন বাংলাদেশ’ কথাটি কেন তার উন্মুক্ত বুকের ওপর লেখা? এমন প্রশ্নের কোনো উত্তর মেলেনি। এ নিয়ে লন্ডনের অনলাইন ডেইলি মেইল লিখেছে, মেয়েটির বুকের ওপর মেড ইন বাংলাদেশ লেখা দিয়ে অবশ্যই তাকে বোঝানো হয়েছে। কোনো অর্থেই তার পরনের জিন্সকে বোঝানো হয়নি। ম্যাকস-এর এ ছবিটি প্রকাশিত হয়েছে ‘ভাইস’ নামের একটি ম্যাগাজিনের মার্কিন ও কানাডা সংস্করণে।