স্টাফ রিপোর্টার: সংরক্ষিত ৬ মহিলা আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান এরশাদের সাথে পরামর্শ করে মহিলা প্রার্থীদের চূড়ান্ত করেছেন বলে জাপা সূত্রে জানা গেছে। জাতীয় পার্টির চূড়ান্ত মহিলা প্রার্থীরা হলেন, মেরিনা রহমান, শাহানারা বেগম (রংপুর), মাহজাবিন মোরশেদ (চট্রগ্রাম), পার্টির প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা রওশনারা মান্নান এবং কক্সবাজারের খোরশেদারা হক। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে জাপার ভাগে পড়েছে ৬টি। এ ৬ আসনের বিপরীতে জাতীয় পার্টি ৯৬টি মনোনয়নপত্র বিক্রি করে। উল্লেখ্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইতোমধ্যে ৩৯ জন মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মার্চ, যাচাই-বাছাই ১১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ মার্চ এবং ৩ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।