গাংনীর হিন্দায় ডাকাতের বোমা হামলায় স্বামী-স্ত্রী আহত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে বোমা ফাঁটিয়ে ২টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে বোমার আঘাতে আহত হন গৃহকর্তা আকবর আলী মণ্ডল (৪৩) ও তার স্ত্রী নারগিছ খাতুন (৩৫)। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার হিন্দা গ্রামের ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আকবর আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এসএম রেজা। তার শরীরের বিভিন্ন অংশে বোমার স্প্রিন্টারের আঘাত রয়েছে।

আহত নারগিছ খাতুন জানান, রাত ১২টার দিকে সশস্ত্র একদল গরুচোর বাড়ির গোয়ালঘরে প্রবেশ করে। এ সময় বাধা দিতে গেলে তারা আমাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে আমরা আহত হলে ২টি গরু নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তখন পুলিশ গ্রামবাসীর সহায়তায় পার্শ্ববর্তী পলাশি ও হিন্দার মাঠে তল্লাশি শুরু করে। হিন্দা পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক সামসুল হক জানান, বোমা বিস্ফোরণের শব্দে এলাকার লোকজন জড়ো হয়। আমরা গরুচোরদেরকে ধরার চেষ্টা করছি।