মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে এক মাদকব্যবসায়ী আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে জাহিদ হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে আনন্দবাস বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে দুপুরে মুজিবনগর থানায় সোপর্দ করেছেন। জাহিদ হোসেন ফরিদপুর জেলার ভাঙা উপজেলার হরিদাবাদ গ্রামের আবু তালেবের ছেলে। সে মাদক আনার জন্য ভারতে প্রবেশ করছিলো বলে বিজিবি দাবি করেছে।

বিজিবি আনন্দবাস বিওপিসূত্রে জানা গেছে, ভোরে হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে সীমান্তে টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় জাহিদ হোসেন বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তে প্রবেশ করার অপচেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে মাদকব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জাহিদ। গতকাল শুক্রবার দুপুরে জাহিদের নামে মামলা দায়ের করে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবিসূত্রে জানা গেছে।