দামুড়হুদা শিবনগর আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত

 

কার্পাডাঙ্গা প্রতিনিধি: ‘বাংলাদেশে যারা নাশকতা সৃষ্টি করছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে বর্তমান সরকার তাদেরকে শায়েস্তা করার জন্যই আইনগত পদক্ষেপ নিচ্ছে। কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব করা হচ্ছে না।’ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সংবর্ধনা ও  কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল শুক্রবার বেলা ২টায় শিবনগর সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রমজান আলী মাস্টার। বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কার্পাসডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, কার্পাসডাঙ্গা  ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, সবুর মেম্বার প্রমুখ। উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত তরফদার, আব্দুল কাদের বিশ্বাস, লোকমান আলী হালসনা, আব্দুল জলিল, মিয়াজান, শওকত, শরিফ মেম্বার, রহিম বিশ্বাস, শাহাদত মণ্ডল, সদর বিশ্বাস, মান্নান মাস্টার, আমির হোসেন, জামাল মেম্বার, রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজেদুল বিশ্বাস মিঠু।