চুয়াডাঙ্গায় পৌর মার্কেটের জমি কেনার নামে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ মামলা
স্টাফ রিপোর্টার: প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গত বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট অনুমোদন করা হয়েছে। মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে। অভিযুক্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, চুয়াডাঙ্গার সাবেক সহকারী প্রকৌশলী জহুরুল আলম পাশা, উপসহকারী প্রকৌশলী মো. তসলিম উদ্দিন, তৎকালীন ২ নম্বর ওয়ার্ডের কমিশনার এসএম শাহাব উদ্দিন বাবু, ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার হাতেম আলী, ১ নম্বর ওয়ার্ডের কমিশনার গোলাম মোস্তফা শেখ ও মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন। আর মামলার তদন্তে অবসরপ্রাপ্ত সার্ভেয়ার মো. আফসার আলীর নামও আসামি হিসেবে যুক্ত হয়েছে। এছাড়া মোসাম্মৎ উলফাতুন্নেছা মৃত্যুবরণ করায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মৌজায় ১৭ শতক জমি কেদারগঞ্জ পৌর মার্কেটের জন্য ক্রয় করার নামে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ করেন। ৫ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটির যোগসাজশে কম মূল্যের জমি অধিক মূল্য দেখিয়ে অতিরিক্ত উত্তোলিত ৪ লাখ ৪৯ হাজার ৯২২ টাকা আত্মসাৎ করায় ১৯৯৬ সালের ৩০ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা থানায় মামলাটি (মামলা নম্বর-১৯) দায়ের করা হয়েছিলো। দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে।