মেহেরপুরে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেটে স্বাগতিক ক্লাসিক ক্রিকেট একাডেমী জয়

 

মেহেরপুর অফিস: গতকাল শুক্রবার মেহেরপুর ক্লাসিক ক্রিকেট একাডেমীর উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে এক প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্বাগতিক ক্লাসিক ক্রিকেট একাডেমি ঢ্যাপা একাদশকে ৫ উইকেটে পরাজিত করেছে।

টসে জিতে প্রথমে ব্যাট হাতে নিয়ে ঢ্যাপা একাদশ ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২০ রান করে। দলের পক্ষে লিটন সর্বোচ্চ ২৫ রান করেন। জবাবে খেলতে নেমে ক্লাসিক ক্রিকেট একাডেমী ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আব্দুল জব্বার সর্বোচ্চ ৩১ রান করেন।