মেহেরপুরে ১ম বিভাগ হ্যান্ডবল লিগ প্রতিযোগিতার উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার সময় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বামনপাড়া বটতলা একাদশ ও মেহেরপুর নিওন স্টার ক্রীড়াচক্র অংশ গ্রহন করে।

খেলায় বামনপাড়া বটতলা একাদশ ১৯-১ গোলে নিওন স্টার ক্রীড়াচক্রকে পরাজিত করে। বটতলা একাদশের সাদ্দাম ৮টি, এখলাচ ৬টি ও মিন্নাত ৫টি গোল করে। নিওন স্টার ক্রীড়াচক্রের শাওন একমাত্র গোলটি করে। পরে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় মেহেরপুর টাউন ক্লাব ৬-১ গোলে মেহেরপুর পাবলিক ক্লাবকে পরাজিত করে। টাউন ক্লাবের রাসেল ৩টি, আশরাফ ২টি ও সোহাগ একটি গোল করে। পাবলিক ক্লাবের শাহীন একমাত্র গোলটি করেন।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগের আহ্বায়ক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এ সময় জেলা ক্রীড়া সংস্থার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম আতাউল হাকিম, সাবেক সহসভাপতি রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলাম পল্টু, আক্কাস আলী, আনোয়ারুল হক শাহী, কিউটের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, জেলা ডিস্ট্রিবিউটার আলহাজ আলী হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন। কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় মোট ১৮টি দল অংশগ্রহণ করবে।