গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা শহরে থানা সড়কের মোড়ের বড়াবিক্রেতা সাইফুল ইসলাম (২৮) কেরোসিনের চুলা বিস্ফোরণে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি সকালে বড়া তৈরি করছিলেন। এক পর্যায়ে কেরোসিনের চুলা বিস্ফোরণ ঘটে তার শরীর ঝলসে যায়। দোকানেও আগুন লেগে গেলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভায়।