শরিফ রতন: দামুড়হুদা উপজেলার পাটাচোরা-সুবুলপুর তীরধরা দ্বীপে ভৈরব নদীর ওপর বাঁশের তৈরি ব্রিজ নজর কাড়ে পথযাত্রীদের। পাটাচোরা গ্রামবাসীর দেড় মাসের প্রচেষ্টায় নির্মিত হয়েছে এ ব্রিজ। প্রত্যাশিত গ্রামবাসীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
সরোজমিন জানা গেছে, মাথাভাঙ্গা ও ভৈরব নদী দিয়ে ঘেরা পাটাচোরা গ্রামটি। নানা প্রতিকূলতা উপেক্ষা করে পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয় নির্মিত হওয়ায় এবং গ্রামবাসীসহ কমলমতি ছাত্র-ছাত্রীদের পারাপারের খুব অসুবিধার সম্মুখিন হতে হয়। হাল বেয়ে নৌকা ঠেলে পারাপারের আর কতো সময় অপেক্ষার পথ চেয়ে চেয়ে থাকা যায়। গ্রামবাসীর অর্থায়নে অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলে এ বাঁশের ব্রিজটি। সাড়ে চার হাত চওড়া এবং দেড়শ হাত লম্বা এ ব্রিজটি বাঁশ-পেরেকের বুননে আবদ্ধ। ভ্যান, মোটরসাইকেলসহ যাতায়াত করা মানুষের স্বপ্নের প্রতিফলন দু চোখ মেলে উপভোগ করা যায়। পাকা ব্রিজ নির্মাণে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষসহ এমপি টগরের কাছে সুদৃষ্টি কামনা করেছে।