জঙ্গি-অপরাধীদের সাথে হাত মেলালে রেহাই নেই
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ার করে বলেছেন, জঙ্গি ও অপরাধীদের সাথে কেউ হাত মেলালে রেহাই পাবে না। তাদের কঠোর শাস্তি পেতে হবে। সে যে পর্যায়ের ব্যক্তিই হোক, দোষীদের রেহাই দেয়া হবে না। গতকাল বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনমাঠে পুলিশ সপ্তা উপলক্ষে বার্ষিক পুলিশ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সেবা ও ত্যাগের মানসিকতা নিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ হচ্ছে শান্তিপ্রিয় সাধারণ জনগোষ্ঠীর প্রধান ভরসা। তাই প্রতিটি থানা ও ফাঁড়িকে জনগণের প্রকৃত আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি সহ্য করা হবে না। শেখ হাসিনা তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আমরা প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। আইনশৃঙ্খলা খাতে অর্থ বরাদ্দকে আমরা বিনিয়োগ হিসেবে বিবেচনা করি। পুলিশসহ প্রতিটি খাতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। চার দিনব্যাপি পুলিশ সপ্তায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য পদক পাওয়া কর্মকর্তাদের পদক পরিয়ে দেন শেখ হাসিনা।