স্টাফ রিপোর্টার: আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের সকল শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিলের পূর্বে প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান/পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট গ্রহণের সুবিধার্থে আগামী শনিবার (৮মার্চ, ২০১৪) সাপ্তাহিক ছুটির দিনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসমূহের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড) সকল শাখা খোলা থাকবে।