জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জীবননগর উপজেলার ১ নং উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ধুন্দু চূড়ান্ত হয়েছেন। গত বুধবার আশরাফুল মডেল একাডেমী ক্যাম্পাসে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই বিষয়ে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান পদে সাইদুর রহমান ধুন্দু, ভাইস চেয়ারম্যান পদে যুবদল নেতা আরিফুজ্জামান আরিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য পেয়ারা বেগমকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে একক প্রার্থী বাছাই সম্পন্ন করা হলেও বিএনপি অপরাংশ নোয়াব আলী গ্রুপের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর কাউন্সিলর মাহফুজা খাতুন বিউটি প্রতিদ্বন্দ্বিতা করছেন।