ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা কারাগারের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত হাজতি আশরাফুল ইসলাম (২৫) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মোফাজ্জেল খান জানান, গত ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ থানার একটি সি.আর মামলায় আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে আনা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।