আলমডাঙ্গা ব্যূরো: আলমডাঙ্গার হারদী ইয়থ ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। হারদী মীর সামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়মাঠে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করা হয়। হারদী ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম প্রধান অতিতি হিসেবে উপস্থিত উদ্বোধন করেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, কামরুল ইসলাম সদু, আরিফ খান, আজাদুল ইসলাম আজাদ, সাইদুর ইসলাম হারুন। ১৬ দলের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে হারদী ইয়থ ক্লাব বনাম কুমারী চাষী ক্লাব।