মেহেরপুর অফিস: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত মেহেরপুর ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে ৩৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়ামে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে তামিম সর্বোচ্চ ৬৩ রান সংগ্রহ করে। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে আশরাফুল, নাঈম ও শামীম ৩টি করে উইকেট লাভ করে। ১৬৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাহিদ হাসান ২৬ ও আশরাফুল ২৫ রান সংগ্রহ করে। বিজয়ী দলের পক্ষে রামিজ ৪ উইকেট লাভ করে। তামিম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আতাউল হাকিম লাল মিয়া, সদস্য আব্দুস সামাদ বিশ্বাস, সাইফুল ইসলাম পল্টু, আক্কাস আলী, হাসানুজ্জামান হিলন উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।