দামুড়হুদায় স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিবের উপজেলা চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিবের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আকরাম-আল হোসেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাইদ মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকবর লাইলী, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, হাউলী ইউপি চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, কুড়লগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।