চিনিশিল্পকে বাঁচাতে সরকার সব সময় আন্তরিক
দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: আখ দীর্ঘ মেয়াদী ফসল হওয়ায় আখচাষের প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছে কৃষক। আখমাড়াইয়ে চিনিকলগুলো প্রতি মরসুম লোকসান গুনছে। দেশের সবকটি চিনিকলে একই দশা। দেশের চিনিশিল্পকে বাঁচাতে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে দেশের ১২টি চিনিকল এলাকায় পরীক্ষামূলক সুগারবিট চাষ শুরু করেছে। গত তিন বছর ধরে এ পরীক্ষামূলক চাষে সরকার অনেকটাই সফলতার পথে এগিয়েছে। ৫ মাস মেয়াদী সুগারবিট চাষে একদিকে যেমন চিনিকলগুলো লোকসানের বদলে মুনাফা অর্জন করবে, তেমনি কৃষকরা স্বল্পমেয়াদী এ ফসল চাষে হবে লাভবান। দর্শনা আকন্দবাড়িয়া কেরুজ বাণিজ্যিক খামারের মাঠে পরীক্ষামূলক সুগারবিট চাষ শুরু করেছে। কেরুজ জৈব সার-কারখানায় সুগারবিট চাষের মাঠদিবস অনুষ্ঠিত হয় গতকাল বুধবার বেলা ১১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি বলেন, চিনিশিল্পকে বাঁচাতে আ.লীগ সরকার সবসময় আন্তরিক। এ সরকার শিল্প সমৃদ্ধশীল দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এ এলাকার অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি ভারী শিল্পপ্রতিষ্ঠান কেরুজ চিনিকল। দেশের সবকটি চিনিকলের মতো প্রতিবছর এ চিনিকলকে বহন করতে হচ্ছে লোকসানের বোঝা। সরকার লোকসান থেকে বের হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আখের বিকল্প সুগারবিট পরীক্ষামূলক চাষ শুরু করেছে। যা অনেকটাই সফলতার দিকে। সফলার পরিপূর্ণতা পেলে সরকার সুগারবিট মাড়াইয়ের প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করে স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্বাস করি এ চাষে যেমন লাভবান হবেন চাষিরা, তেমনি মুনাফা অর্জন করবে চিনিকলগুলো।
বিশেষ অতিথি ছিলেন- কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, দর্শনা ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের ইনচার্জ আজাহারুল ইসলাম, বিটগবেষক আবু তালহা, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী পরিচালক হরিবুলা সরকার, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃপাংশু শেখর বিশ্বাস, জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলী জিন্নাহ প্রমুখ। একেএম রাশেদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন- কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, ডিজিএম সম্প্রসারণ আলাউদ্দিন, ডিজিএম পরিদর্শক ও কৃষিতত্ত্ব খয়বর হোসেন সরকার, কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, আখচাষি আব্দুল হান্নান, আশরাফুল হক উলুম, হাজি আকমত আলী, হাজি নজরুল ইসলাম, ওমর আলী, আব্দুল বারী, যুবলীগ নেতা আজিজুর রহমান বাবু, সাজাহান মোল্লা প্রমুখ।