গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির কর্মীসভা গতকাল বুধবার দুপুরে গাংনী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক। মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড জালাল উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা সদস্য আব্দুল মাবুদ, আইনাল হক, মজনু মিয়া ও আজিজুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করেন। দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধীদের মোকাবেলার আহ্বান জানান তিনি।