গাংনীর যুবলীগ নেতা মজিরুলের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মজিরুল ইসলামের বাড়ির সামনে থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী থানা পুলিশ বোমাটি উদ্ধার করে থানায় নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী পৌরসভাধীন চৌগাছায় মজিরুল ইসলামের বাড়ির সামনে কাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখে বাড়ির লোকজন গাংনী থানায় খবর দেয়। গাংনী থানার এএসআই আক্তার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। বোমাটি তুলে পানি-বালিভর্তি পাত্রে থানায় নেয়া হয়। এএসআই আক্তার হোসেন জানিয়েছেন, বেশ বড় ধরনের বোমাটি তাজা ও শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। মজিরুল ইসলামের পরিবারের লোকজন ধারণা করছেন সন্ত্রাসীরা বোমাটি নিক্ষেপ করেছিলো। কিন্তু বিস্ফোরণ ঘটেনি।