টিপ্পনী

 

খবর:(আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে গভীররাতে বেয়াইনের ঘরে বেয়াই)

 

রোজ রাতে ঘুঘু পাখি ধান খায়

বেয়াইনের পাশে শুয়ে পান খায়

সাকিসুকি কী যে কয়

যাই বলে নিজে কয়।

 

টোনা আর টুনি রাতে ভাব করে

কেউ কেউ বলে ওরা লাভ করে

লাভ মানে জানো কী

ভালোবাসা মানো কি?

 

ময়নারা আন্ধারে ছুঁয়ে যায়

লুঙ্গিটা ভুল করে থুয়ে যায়

লটাপটা ছি ছি ছাই

অতো কেউ নিচি যায়!

 

-আহাদ আলী মোল্লা