স্টাফ রিপোর্টার: আইনি জটিলতায় দেবদারুগাছটি বিক্রি করা না গেলেও চা দোকানির কাছে গাছগুলো পুড়িয়ে ফেলতে জটিল মনে হয়নি। প্রশাসনের নমনীয়তার কারণে চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালের দেবদারু গাছের গুড়িগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। পাশের চা দোকানি ধীরে ধীরে ওই গাছগুলো চ্যালা করে পুড়িয়ে ফেলছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
সূত্র জানায়, বছর তিনেক আগে চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালের একটি দেবদারু গাছ ঝড়ে পড়ে যায়। প্রায় ৫০ হাজার টাকা মূল্যের এ গাছটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিলামের কোনো ব্যবস্থা করেনি। আইনি জটিলতার কারণে নাকি ওটা হয়ে ওঠেনি। কিন্তু পড়ে যাওয়া গাছের পাশের চা দোকানির কাছে গাছটি পুড়িয়ে ফেলার জন্য কোনো আইন প্রয়োজন হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ পুরাতন হাসপাতালপাড়ার কোবাদ আলীর ছেলে চা দোকানি রমজান আলী দেগদারু গাছের গুড়িগুলো দিনদিন চ্যালা করে পুড়িয়ে ফেলছেন। তবে গাছ পোড়ানোর বিষয়টি তিনি অস্বীকার করে বলেছেন, আমি খড়ি কিনে চা বানাই।