জীবননগরে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ নসিমন-করিমন ও আলমসাধু আটক

জীবননগর ব্যুরো: হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জীবননগর মহাসড়কে পুলিশ অভিযান চালিয়ে অবৈধযান নসিমন, করিমন ও আলমসাধু আটক করেছে। গতকাল মঙ্গলবার ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে সড়ক থেকে পুলিশ অভিযান চালিয়ে ১৫টি অবৈধযান নসিমন, করিমন ও আলমসাধু আটক করে।

গতকাল মঙ্গলবার ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে উপজেলার জীবননগর-চুয়াডাঙ্গা, জীবননগর-কালীগঞ্জ ও জীবননগর-জিন্নানগর সড়কে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালিয়ে ১৫টি অবৈধযান নসিমন, করিমন ও আলমসাধু আটক করেন।