যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম (৩২) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাড়ির ইনচার্জ এসাআই আবুল খায়ের ও থানার এসআই মহিত সঙ্গীয় ফোর্স নিয়ে সাজাপ্রাপ্ত আসামি জাহিদকে গ্রেফতার করেন। গতকালই তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। সে চুয়াডাঙ্গা কানাপুকুরপাড়ার মৃত এলাহী বকশের ছেলে।