গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের পল্লী চিকিৎসক শাহাবুল ইসলামের মোটরসাইকেল ছিনতাই হয়েছে। গত সোমবার রাত ১টার দিকে হিজলবাড়িয়া-চেংগাড়া সড়কের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রতিবেশী একজনকে সাথে নিয়ে ভরাট গ্রামে ওয়াজ মাহফিলে যান শাহাবুল ইসলাম। মাহফিল শেষে রাত ১টার দিকে তারা দুজন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ভোমরদহ তালতলা নামক স্থানে পৌঁছুলে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। মারধর করে শাহাবুলের ডিসকভারি-১৩৫ সিসি মোটরসাইকেল (যার নং চুয়াডাঙ্গা-হ ১১-০২৮৬) ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানান শাহাবুল ইসলাম।