স্টাফ রিপোর্টার: ২১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গত সোমবার জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে সরকার এ পদোন্নতি ও পদায়ন করেছে। পদোন্নতি পাওয়া জেলা জজদের মধ্যে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহফুজার রহমানকে কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আমজাদ হোসেনকে রাজশাহীর শ্রম আদালতের চেয়ারম্যান, ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম মো. আলী আকবরকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেনকে মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. জাকির হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নেত্রকোনার মুখ্য বিচারিক হাকিম মো. হারুনুর রশিদকে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওবায়দুল হামিদ মো. ইলিয়াস হোসাইনকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাজশাহীর মুখ্য মহানগর হাকিম মো. শাহেনুরকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব বাসু দেব রায়কে ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৩-এর বিশেষ জজ, গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. বজলুর রহমানকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম একেএম আবুল কাসেমকে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম হোসনে আরা বেগমকে ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-২-এর বিশেষ জজ, জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিম মো. আকতার-উল-আলমকে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ভোলার মুখ্য বিচারিক হাকিম রোকসানা পারভীনকে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ আমির উদ্দিনকে ময়মনসিংহের বিশেষ জজ, বান্দরবানের মুখ্য বিচারিক হাকিম রমণী রঞ্জন চাকমাকে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক বেগম শামীম আহম্মদকে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ঢাকার ২য় কোর্ট অব সেটেলমেন্টের সদস্য কাজী শাহিনা নিগারকে প্রেষণে চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান, আইন ও বিচার বিভাগের উপসচিব অরূপ কুমার গোস্বামীকে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং আইন ও বিচার বিভাগের উপ-সচিব মো. ফজলুল হককে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া ছয়জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়াকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব, টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম মো. আকবর আলী শেখ ও নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম উম্মে কুলসুমকে প্রেষণে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামানকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুর রব হাওলাদারকে ভোলার মুখ্য বিচারিক হাকিম এবং ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতারকে প্রেষণে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক পদে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।