উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করুন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বঙ্গবন্ধু কৃষক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ৩ নং ওয়ার্ড সদস্য সমিতির সভাপতি আবুল হাশেম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর এলাকার উন্নয়নের কথা তুলে ধরে বলেন, দামুড়হুদা পাইলট বালিকা বিদ্যালয়কে কলেজিয়েটে উন্নীত করা হয়েছে, পাইলট হাইস্কুলে কোটি টাকার ওপরে খরচ করে তৈরি করা হয়েছে আধুনিক ভবন। দামুড়হুদাকে পৌরসভায় উন্নীতকরণ, মিনি স্টেডিয়াম নির্মাণসহ যে সমস্ত কাজ বাকি আছে তা অচিরেই করা হবে। তিনি সমিতির সদস্যদের উদ্দেশে বলেন, দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে আপনাদেরও ভূমিকা রাখতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করুন। সমাজে এক শ্রেণির মানুষ ধর্ম গেলো ধর্ম গেলো বলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাই। আপনারা তাদের থেকে সতর্ক থাকবেন। এখানে বিভিন্ন দলমতের মানুষ আছেন। আপনাদের জানা দরকার এলাকার মসজিদ মাদরাসায় আমার হাত দিয়ে যে পরিমাণ সাহায্য সহযোগিতা গেছে তা আগের কোনো সরকারের আমলে হয়নি।
উপস্থিত ছিলেন সমিতির সদস্য খোরশেদ মণ্ডল, রবিউল হোসেন, বিল্লাল মালিথা, শামিম, মহাবুর, মতিয়ার, সালামত মোল্লা, রশিদুল, নায়েব, উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা যুবলীগ সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিংকু, আ.লীগ নেতা জনাব আলী, মুনসুর আলী, যুবলীগ নেতা শামসুল, জাহিদুল মেম্বার, ডলার, ওসমান, আশরাফুল, ইজা, প্রমুখ।