স্টাফ রিপোর্টার: তিস্তার পানিবণ্টন চুক্তি কঠিন’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বলেছেন, ইস্যুটি কঠিন হলেও ভারত তা সমাধানের চেষ্টা করছে। মিয়ানমারের রাজধানী নেপিড’তে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে এক বৈঠকে শেখ হাসিনাকে জিজ্ঞাসার জবাবে মনমোহন এ সব কথা বলেন। দিল্লির বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেছেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তা পানিবণ্টন চুক্তির বিষয়টি উত্থাপন করেছিলেন বলে জানান আকবর।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গণমাধ্যমকে বলেছেন, তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশের জনগণ ভারতের ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে বলে বৈঠকে মনমোহনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাগড়ায় প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকা ওই চুক্তিটি সই করতে পারেননি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী। ওই বছরের তার ঢাকা সফরের সময় এটি সই হওয়ার কথা ছিলো।
১০০ মেগাওয়াট বিদ্যুতের আশ্বাস: এদিকে নেপিড’ থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রায় এক ঘণ্টার ওই বৈঠকে ত্রিপুরা থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুত বিক্রির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।