মামলা সম্পর্কে খোঁজ নিতে পুলিশ সুপারের সাথে দেখা করলেন শিমুলের পিতা


সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ছয়ঘরিয়ার কলেজছাত্র শিমুল হত্যামামলা সম্পর্কে খোঁজ নিতে মামলার তদন্তকারী কর্মকতার সাথে নিয়ে পুলিশ সুপারের নিকট গিয়েই পুত্র হত্যার ন্যায় বিচার চেয়েছেন তার পিতা আহাম্মদ আলী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলেন। যদিও গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম ঘটনাস্থল পুনর্পরিদর্শন করেন। তদন্তকারী কর্মকর্তার অপর আসামি একই গ্রামের হাসানকে গ্রেফতার না করতে পারায় শিমুলের পিতা তদন্ত কর্মকর্তা কথায় সন্তুষ্ট হতে না পেরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে পুলিশ সুপার রশীদুল হাসানের সাথে তার দীর্ঘ সময় ধরে কথা হয়। অবিলম্বে  অপর আসামি হাসানকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে মামলার আইওএসআই রবিউল ইসলামকে নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ ছয়ঘরিয়ার কলেজছাত্র শিমুলকে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রামেরই মোষতলার মাঠে ভুট্টাক্ষেতের মধ্যে মাটি চাপা দেয়া লাশ ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়।