স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শরিফুল ইসলাম (৪০) নামের এক ছিনতায়কারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে কালীগঞ্জ মেন বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরিফুল শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের হারুন মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা জানান, রাত ৯টার দিকে কালীগঞ্জ শহরের মেইনবাস্ট্যান্ড এলাকায় এসআই জাহিদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বেবি টেক্সির মধ্যে তল্লাশি চালিয়ে শরিফুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি শাটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওসি আরো জানান, সে একজন ছিনতাইকারী। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে।