বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার নেশা ও যৌন উত্তেজক ওষুধসহ চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের সুবদিয়ার ছায়েরাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ১০টার দিকে হিজলগাড়ি-নেহালপুর সড়কে অভিযান চালিয়ে কেরুজ বোরিঙের নিকট থেকে সুবদিয়া গ্রামের সুবারকের স্ত্রী ছায়েরাকে (৪০) বস্তাভর্তি মালামালসহ গ্রেফতার করেন। পুলিশ তার বস্তা তল্লাশি চালিয়ে ভারতীয় যৌন উত্তেজক বড়ি, প্যাথোডিন, ঘুমের বড়ি, গরু মোটাতাজাকরণ বড়ি, চেতনানাশক ইনজেকশনসহ বিভিন্ন প্রকার মালামাল পায়। গ্রেফতারকৃত ছায়েরা জানায়, এ ওষুধ সাতক্ষীরা থেকে নিয়ে এসেছে। গতকালই পুলিশ গ্রেফতারকৃত ছায়েরাকে মালামালসহ আদালতে সোপর্দ করেছে।