মাথাভাঙ্গা অনলাইন :পাবনার ফরিদপুর উপজেলার হাদল মাদ্রাসা এলাকায় গণপিটুনিতে আব্দুল আজিজ (৩৫) নামে এক চরমপন্থি সদস্য নিহত হয়েছেন।রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আজিজ উপজেলার হাদল গ্রামের আব্দুস সামাদের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে চরমপন্থি সংগঠনের সঙ্গে জড়িত এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে আজিজ হাদল মাদ্রাসার কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় আজিজকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।