গাংনীর মড়কা বাজারের অদূরে বোমা উদ্ধার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মড়কা বাজারের অদূরের ব্রিজের নিচ থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে বোমাটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, গোপালনগর ও মড়কা বাজারের মাঝামাঝি ব্রিজের নিচে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি প্রথমে নজরে পড়ে কৃষকদের। খবর পেয়ে আশপাশের মানুষের ভিড় পড়ে। গাংনী থানার এসআই মনির হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। বোমাটি পানি-বালি ভর্তি পাত্রে নেয়া হয়। প্রায়ই ওই এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশে বোমাটি রেখেছিলো বলে ধারণা করছে এলাকার মানুষ।

Leave a comment