স্টাফ রিপোর্টার: মিয়ানমার সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক হবে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির। আগামীকাল সোমবার নেপিডতে বৈঠকটি হওয়ার সময়ক্ষণ ঠিক হয়েছে বলে পররাষ্ট্র দফতর সূত্র নিশ্চিত করেছে। কালই প্রধানমন্ত্রী মিয়ানমার সফরে যাচ্ছেন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ মুখ্য হলেও সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, মিয়ানমার প্রেসিডেন্ট থেইন সেইনসহ আঞ্চলিক নেতাদের সাথে তার বৈঠকের কথা রয়েছে। সফর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার সাথে সু চির এটি হবে প্রথম বৈঠক। পররাষ্ট্র দফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি মতে, বিমসটেকের তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাল সকালে নেপিডর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। ৩২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। ৫ জানুয়ারির নির্বাচনে সরকার গঠনের পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। পরশু মঙ্গলবারই তার ঢাকায় ফেরার কথা।