মাথাভাঙ্গা মনিটর: ভয়াবহ এক ঘটনা ঘটে গেলো ভারতের আসাম রাজ্যে। ভারতীয় কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে চুমু দেয়ার কারণে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে এক স্বামী। স্ত্রী বন্টি ছিলেন কংগ্রেসের একটি ওয়ার্ডের সদস্য। কিছুদিন আগে রাহুল যখন আসামে গিয়েছিলেন, তখন তার গালে চুমু খান বন্টি। এদিকে স্ত্রীকে পুড়িয়ে হত্যার পর নিজের গায়েও আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্বামী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত স্বামী তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে তাকে হত্যা করে। রাহুল গান্ধীর গালে চুমু খাওয়ার বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হচ্ছিলো। এর আগে জরহাট এলাকায় রাহুল গান্ধী কংগ্রেসের ৬০০ নারী কর্মীর সাথে সাক্ষাৎ করতে গেলে, তাদের অনেকেই তার কপালে ও গালে চুমু খান।