দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বড় দুধপাতিলার দোয়েল ইটভাটার পার্শ্ববর্তী মাঠে ভুট্টাক্ষেত থেকে ৪টি শক্তিশালী তাজা বোমাসহ একটি গয়নার খালি বাক্স উদ্ধার করেছে দামুড়হুদা থানা পুলিশ। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বড় দুধপাতিলার আজিবার রহমানের ছেলে শাহজাহান আলী ভুট্টার জমি থেকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া বোমা ও খালি বাক্সটি চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বাজারে সোনার দোকানে ডাকাতির সাথে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব।